১৫ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ৩:৫২

সাতক্ষীরায় মূর্তি (প্রতিমা) ভাঙ্গার ঘটনায় জামায়াতের কর্মীদের কোন সম্পর্ক নেই

দৈনিক জনকণ্ঠ পত্রিকার ৬ষ্ঠ পৃষ্ঠায় “আলজাজিরায় বাংলাদেশের নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে রিপোর্ট ও জামায়াতের পৃষ্ঠপোষকরা” শিরোনামে আজ ১৫ অক্টোবর স্বদেশ রায় কর্তৃক লিখিত উপসম্পাদকীয় নিবন্ধে “ইতোমধ্যে সেখানে (সাতক্ষীরায়) ১৫টির বেশী প্রতিমা জামায়াতের কর্মীরা ভেংগেছে।” মর্মে যে ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ বলেন, “সাতক্ষীরায় ১৫টির বেশী মূর্তি (প্রতিমা) ভাঙ্গার ঘটনার সাথে জামায়াতের কর্মীদের কোন সম্পর্ক নেই। এটা স্বদেশ রায়ের অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়।
জামায়াতে ইসলামী সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না। কাজেই সাতক্ষীরায় জামায়াত কর্মীদের মূর্তি ভাঙ্গার প্রশ্নই আসে না। জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণœ করার হীন উদ্দেশ্যেই স্বদেশ রায় জামায়াতের বিরুদ্ধে হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট তথ্য পরিবেশন করেছেন। এভাবে ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
কাজেই এ ধরনের বানোয়াট তথ্য পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য আমি স্বদেশ রায়ের প্রতি আহ্বান জানিয়ে আশা করছি যে, দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষ অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”