২৩ অক্টোবর ২০১৫, শুক্রবার, ১১:৫১

চৌদ্দগ্রামে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করেছে

গত ২২ অক্টোবর দুপুরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জনাব মুহাম্মদ নজরুল ইসলাম মামুনের বাড়ীসহ ৫টি গ্রামের ১০টি বাড়ীতে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের হামলা এবং ভাংচুর করে ৫০ লক্ষ টাকার ক্ষতি করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২৩ অক্টোবর ’১৫ প্রদত্ত এক বিবৃতি বলেন, “কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
গত ২২ অক্টোবর দুপুরে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আলকরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জনাব মুহাম্মদ নজরুল ইসলাম মামুনের বাড়ীসহ ১০টি বাড়ীতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে ¯^র্ণালংকারসহ নগদ টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে। সন্ত্রাসীরা জনাব নজরুল ইসলামের পিতা-মাতা ও বৃদ্ধা নানীকেও লাঞ্ছিত করেছে। অথচ এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার পুলিশ সব কিছু জেনেও না জানার ভান করে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের সহায়তা করছে। পুলিশ প্রশাসনের এ ধরণের পক্ষপাতদুষ্ট ন্যক্কারজনক ভূমিকা অত্যন্ত নিন্দনীয়।
চৌদ্দগ্রাম জেলার আলকরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জনাব মুহাম্মদ নজরুল ইসলাম মামুনের বাড়ীসহ ৫টি গ্রামের ১০টি বাড়ীতে হামলা, ভাংচুর এবং লুটপাটের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে ঐ ঘটনার সাথে জড়িত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”