২৪ অক্টোবর ২০১৫, শনিবার, ১১:৫০

সারাদেশে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতারের নিন্দা

বগুড়া জেলার আদমদীঘি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান স্থানীয় জামায়াত নেতা ডা. ইউনুস আলী এবং বান্দরবান পৌরসভা জামায়াতের আমীর জনাব রেজাউল করিম, স্থানীয় জামায়াত নেতা প্রভাষক হামিদ হাসান ও ইসলামী ছাত্রশিবিরের বান্দরবান জেলা সভাপতি ইমরানুল হকসহ ৪১ জনকে গত ২৩ অক্টোবর পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ২৪ অক্টোবর ’১৫ প্রদত্ত এক বিবৃতি বলেন, “সরকার দেশকে রাজনীতি শূন্য করার হীন উদ্দেশ্যেই জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার করে জেলে ঢুকাচ্ছে।
গত ২৩ অক্টোবর পুলিশ অন্যায়ভাবে বগুড়া জেলার আদমদীঘি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা ডা. ইউনুস আলীকে এবং বান্দরবান পৌরসভা জামায়াতের আমীর জনাব রেজাউল করিম, স্থানীয় জামায়াত নেতা প্রভাষক হামিদ হাসান ও ইসলামী ছাত্রশিবিরের বান্দরবান জেলা সভাপতি ইমরানুল হককে গ্রেফতার করেছে। কোন কারণ ছাড়াই পুলিশ তাদের অন্যায়ভাবে গ্রেফতার করে তাদের প্রতি জুলুম করেছে। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদেরও সরকার অন্যায়ভাবে গ্রেফতার করে তাদের সেবা থেকে এলাকার জনগণকে বঞ্চিত করছে। এ ঘটনার মাধ্যমে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। এভাবে জুলুম-নির্যাতন চালিয়ে অতীতে যেমন কোন সরকারই ক্ষমতায় থাকতে পারেনি, তেমনি বর্তমান সরকারও ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
বগুড়া জেলার আদমদীঘি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান স্থানীয় জামায়াত নেতা ডা. ইউনুস আলী এবং বান্দরবান পৌরসভা জামায়াতের আমীর জনাব রেজাউল করিমসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”