১২ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১১:২৮

সরকার সন্ত্রাসী দুর্বৃত্তদের গ্রেফতার করার পরিবর্তে নির্দোষ লোকদের গ্রেফতার করছে

সিলেট দক্ষিণ সাংগঠনিক জেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাওলানা লোকমান আহমাদকে গত ১১ নভেম্বর রাতে, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মঞ্জুরুল হককে ১২ নভেম্বর বিকেলে এবং ১১ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হল থেকে ইসলামী ছাত্রশিবিরের হল শাখার সভাপতি মোঃ জাহেদ উল্লাহ ও সেক্রেটারী মোঃ যুবায়ের হোসেনসহ ১৪ জন নেতা-কর্মীকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ১২ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকারের অত্যাচার-নির্যাতন ও গণগ্রেফতার অভিযানে দেশের জনগণ অতিষ্ঠ।
সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসী দুর্বৃত্তদের গ্রেফতার করার পরিবর্তে বেছে বেছে নির্দোষ লোকদের গ্রেফতার করে জেলে বন্দী রেখে কষ্ট দিচ্ছে। জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ বিরোধী দলের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তাদের উপর পুলিশ অমানসিকভাবে জুলুম-নির্যাতন চালাচ্ছে। সরকার যেভাবে বিরোধী দলের নেতা-কর্মী ও সাধারণ লোককে গণহারে গ্রেফতার করছে তা এ দেশের ইতিহাসে নজিরবিহীন। অতীতে কোন সরকারই জনগণের উপর এভাবে অত্যাচার-নির্যাতন চালায়নি। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

অবিলম্বে সিলেট দক্ষিণ সাংগঠনিক জেলা জামায়াতের সেক্রেটারী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমাদসহ সারা দেশে জামায়াত এবং ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”