১৫ নভেম্বর ২০১৫, রবিবার, ১১:২৫

সারাদেশে জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতারের নিন্দা

আজ ১৫ নভেম্বর আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার অভিযান চালিয়ে জামায়াতের রংপুর অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, বান্দরবান জেলা জামায়াতের আমীর জনাব আবদুস সালাম আজাদকে ১৪ নভেম্বর, বগুড়া পূর্ব সাংগঠনিক জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ আবদুল হক সরকার, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া পৌরসভা জামায়াতের আমীর জনাব নূরুল ইসলামকে, বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলার নন্দীগ্রাম পৌরসভা জামায়াতের সেক্রেটারী জনাব আবদুল আলিমকে, সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জনাব মনজির হোসাইনসহ ৯জন নেতা-কর্মীকে, কুমিল্লা মহানগরীর ১নং ওয়ার্ড কাউন্সিলর জনাব কাজী গোলাম কিবরিয়াসহ ৮ জন কর্মী ও কুমিল্লা দক্ষিণ সাংগঠনিক জেলার ৫জন কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আজ ১৫ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান বলেন, “দেশকে রাজনীতি শূন্য করার উদ্দেশ্যেই সরকার সারা দেশে গণগ্রেফতার অভিযান চালিয়ে জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করছে।

সরকারের গণগ্রেফতার ও দুঃশাসনের কারণে দেশের জনগণ অতিষ্ঠ। গণবিচ্ছিন্ন সরকারের কু-শাসন ও গণনিপীড়নের কারণে সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমেছে। জনগণের ঘাড়ে একদলীয় ¯ৈ^রশাসন চাপিয়ে দেয়ার উদ্দেশ্যেই সরকার সারা দেশে গণগ্রেফতার অভিযান চালাচ্ছে। সরকারের আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী দেশের জনগণের উপর জুলুম-নির্যাতন চালিয়ে গণনিপীড়নকারী বাহিনীতে পরিণত হয়েছে। গণনিপীড়নের কারণে সারা দেশে জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গণনির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহŸান জানাচ্ছি।
গণনির্যাতন ও নিপীড়ন বন্ধ করে জামায়াতের রংপুর অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিনসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”