২০ নভেম্বর ২০১৫, শুক্রবার, ১১:২২

জনসমর্থনহীন জালেম সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই জামায়াতের ওপর নির্যাতন চালাচ্ছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আবদুল খালেকের বাসায় ১৯ নভেম্বর রাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা-ভাংচুর এবং জামায়াতের যশোর অঞ্চলের পরিচালক জনাব আজিজুর রহমান জামিনে মুক্তি পাওয়ার পর ঝিনাইদহ জেলগেট থেকে তাকে পুনরায় গ্রেফতার করার ও নড়াইল জেলা জামায়াতের নায়েবে আমীর জনাব মোঃ সাইফুল্লাহকে এবং রংপুর মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এএম শাহরুল হুদাসহ ১০জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২০ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জনসমর্থনহীন জালেম সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই জামায়াতের নেতা-কর্মীদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর করছে এবং নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে।

জামায়াত নেতা মুহাদ্দিস আবদুল খালেকের বাড়িতে এ পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিনবার হামলা চালিয়ে ভাংচুর করেছে এবং মালামাল জব্দ করেছে। তিনি একজন আলেমে দ্বীন ও জনপ্রিয় জামায়াত নেতা হওয়ার কারণেই সরকারের কোপানলে পড়েছেন। জামায়াতের যশোর অঞ্চলের পরিচালক জনাব আজিজুর রহমান জামিনে মুক্তি পাওয়ার পর তাকে ঝিনাইদহ জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করে তার ওপর চরম জুলুম করা হয়েছে। এসব ঘটনার মধ্যে দিয়ে সরকারের স্বৈরাচারী চরিত্র অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকারের গ্রেফতার ও নির্যাতন চালানো এবং বাসা-বাড়িতে হামলা ও ভাংচুরের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

জামায়াতের যশোর অঞ্চলের পরিচালক জনাব আজিজুর রহমানসহ সারা দেশে জামায়াতের গ্রেফতাকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জাননাচ্ছি।”