১৮ ডিসেম্বর ২০১৫, শুক্রবার, ৩:০১

চট্টগ্রামে নৌ-বাহিনীর সংরক্ষিত এলাকায় দু’টি মসজিদে বোমা বিস্ফোরণে গভীর উদ্বেগ প্রকাশ

চট্টগ্রামে নৌ-বাহিনীর সংরক্ষিত এলাকায় দু’টি মসজিদে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬ জন মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১৮ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে যুগ যুগ ধরে মসজিদে নামাজ হয়ে থাকে। মসজিদ হচ্ছে শান্তির স্থান। আল্লাহর এই পবিত্র ঘরে মানুষ উচ্চ¯^রে কথা পর্যন্ত বলে না।
আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সরকার গণতন্ত্রকে হত্যা করে দেশে এক শ্বাসরুদ্ধর পরিস্থিতি সৃষ্টি করেছে। যার ফলে উগ্রপন্থী একটি বিশেষ মহল বিভিন্ন কায়দায় সন্ত্রাস সৃষ্টি করে চলেছে। এই সন্ত্রাসী ঘটনা মোকাবেলা করার জন্য যখন বৃহত্তর জাতীয় ঐক্যের প্রয়োজন তখন আওয়ামী লীগ সরকার জাতিকে আরো বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে। সম্প্রতি ঢাকা সেনানিবাসে কর্তব্য পালনরত একজন মিলিটারী পুলিশ সদস্যকে এক সন্ত্রাসী চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে সে পালানোর চেষ্টা করলে সেনাবাহিনীর সদস্যরা চাপাতিসহ তাকে ধরে ফেলে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করা গেলো যে, ঐ ব্যক্তি কে? তার পরিচয় কি? তা আজ পর্যন্ত জাতি জানতে পারলো না। সম্প্রতি একের পর এক সন্ত্রাসী ঘটনা ঘটছে। কিন্তু কোন ঘটনারই সুষ্ঠু তদন্ত ও বিচার হচ্ছে না। ফলে সন্ত্রাসী দুর্বৃত্তরা দেশে ক্রমাগতভাবে বিশৃংখলা সৃষ্টি করেই যাচ্ছে।
নৌ-বাহিনীর সংরক্ষিত এলাকায় মসজিদে জুমার নামাজের সময় এ ধরনের বোমা বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনক। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে প্রকৃত দোষীব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী করছি। সেই সাথে আহতদের আশু সুস্থ্যতা কামনা করছি।”