২০ ডিসেম্বর ২০১৫, রবিবার, ২:৫৮

বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে

দৈনিক জনকণ্ঠ পত্রিকার ১ম পৃষ্ঠায় “নতুন আদলে আসছে জামায়াতÑমূল কাজ হবে হত্যা” শিরোনামে আজ ২০ ডিসেম্বর প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ২০ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক জনকণ্ঠে প্রকাশিত গোটা রিপোর্টটিই সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা ও বানোয়াট। জনমনে বিভ্রান্তি সৃষ্টির হীন উদ্দেশ্যেই এ কাল্পনিক রিপোর্টটি প্রকাশ করা হয়েছে।
দৈনিক জনকণ্ঠে প্রকাশিত রিপোর্টটি সম্পর্কে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো ‘ইসলামী ছাত্রশিবিরের সাবেক দুই সভাপতি পুলিশের হাতে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে ’ মর্মে যে কথা লেখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। জনকণ্ঠের রিপোর্টে ‘চোরাগোপ্তা পেট্রল বোমা হামলায় শিশু-নারী, পুলিশ, নিরীহ পথচারীকে জীবন্ত পুড়িয়ে হত্যা, ব্লগার ও লেখক হত্যা এবং বুদ্ধিজীবী রাজনীতিবিদদের হত্যার হুমকি’র ঘটনার সাথে জামায়াত-শিবিরের জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে চলে আসার যে কথা লেখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ঐ সব অভিযোগের সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের নেতা-কর্মীর সংখ্যা সবচেয়ে বেশি বলে আইজিপি জনাব একেএম শহীদুল হক সাংবাদিক সম্মেলনে যে তথ্য প্রকাশ করেছেন তা সত্য নয়। ঢাকার গাবতলীতে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা এবং কামরাঙ্গীরচর থেকে ৫টি হ্যাণ্ডগ্রেনেডসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই।
জনকণ্ঠের রিপোর্টে ‘নতুন জামায়াত দু’টি গ্রæপে কাজ করবে। একটি গ্রæপ প্রকাশ্যে রাজনীতিতে জড়িত থাকবে। অন্য গ্রæপটি আণ্ডার গ্রাউণ্ড রাজনীতিতে সক্রিয় থাকবে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে নতুন আদলে জামায়াত গঠিত হচ্ছে’ মর্মে যে সব কথা লেখা হয়েছে তা একেবারে ডাহা মিথ্যা। বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে। প্রকাশ্য ও গোপন দল গঠনের দ্বিমুখী রাজনীতিতে জামায়াত বিশ্বাস করে না। ব্যারিষ্টার আব্দুর রাজ্জাকের সহযোগী হিসেবে কয়েক ব্যক্তি কাজ করছেন বলে উল্লেখ করে তাদের সম্পর্কে যে সব কথা লেখা হয়েছে তার কোন ভিত্তি নেই।
জামায়াতে ইসলামী মানুষ হত্যার রাজনীতিকে ঘৃণা করে। জামায়াতের সাথে কোন জঙ্গি সংগঠনের কোন সম্পর্ক নেই। জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণœ করার হীন উদ্দেশ্যেই দৈনিক জনকণ্ঠে এ কাল্পনিক রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। এভাবে কাল্পনিক রিপোর্ট প্রকাশ করে দেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
তাই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহŸান জানিয়ে আশা প্রকাশ করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”