৩ ডিসেম্বর ২০১৬, শনিবার, ৭:৫৪

বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় জনাব মকবুল আহমাদকে জড়িয়ে প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের প্রতিবাদ

বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১ম পৃষ্ঠায় প্রকাশিত একটি রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের প্রতিবাদ জানিয়ে সংগঠনের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ৩ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে ফেনী জেলার রাজাকার তালিকায় জনাব মকবুল আহমাদের নাম রয়েছে বলে যে দাবী করা হয়েছে তা সর্বৈব মিথ্যা ও বানোয়াট।

আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, জনাব মকবুল আহমাদ ১৯৭১ সালে রাজাকার, আল-বদর, আল-শামস বা অন্য কোন বাহিনীর সাথে সম্পৃক্ত ছিলেন না। কাজেই ফেনী জেলার রাজাকার তালিকায় তার নাম থাকার প্রশ্নই আসে না। জনাব মকবুল আহমাদ মানবতা বিরোধী কোন অপরাধ করেননি। তার বিরুদ্ধে উত্থাপিত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগের বক্তব্যটি রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ ও ষড়যন্ত্রমূলক। তার ভাবমর্যাদা ক্ষুন্ন করার হীনউদ্দেশ্যেই তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।

জনাব মকবুল আহমাদের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।”