১২ জুলাই ২০১৬, মঙ্গলবার, ৩:২২

বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় জামায়াতকে জড়িয়ে রিপোর্টটি সম্পূর্ণ কাল্পনিক

বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শেষ পৃষ্ঠায় “নতুন নামে সংগঠিত হবে জামায়াত” শিরোনামে আজ ১২ জুলাই প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ১২ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রিপোর্টটি সম্পূর্ণ কাল্পনিক।

বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ইতোপূর্বেও হুবহু একই ধরনের রিপোর্ট প্রকাশ করেছে। আমরা তখনো তার প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা আশা করেছিলাম যে, এ ধরনের বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রকাশ করা থেকে তারা বিরত থাকবেন। কিন্তু তা না করে তারা তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আবারও একই ধরনের রিপোর্ট প্রকাশ করেছে। আমরা সকলের অবগতির জন্য জানাতে চাই যে, জামায়াতে ইসলামীতে এ ধরনের নোংরা কর্মকান্ড চর্চা করার কোন সুযোগ নেই। এখানে দৌড় প্রতিযোগিতার কোন প্রশ্নই ওঠে না। জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী এ ধরনের প্রতিযোগিতার সুযোগ একেবারেই নেই। তারা কার ইঙ্গিতে এবং কোন্ অসৎ উদ্দেশ্যে এ ধরনের রিপোর্ট বারবার প্রকাশ করছেন তা জামায়াতের সাথে সম্পৃক্ত সকল পর্যায়ের সদস্যরা ভাল করে বুঝেন।

আমরা পুনরায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকা কর্তৃপক্ষকে অনুরোধ করবো তারা যেন এ ধরনের নোংরা সাংবাদিকতার চর্চা থেকে বিরত থাকেন।”