২৩ জুলাই ২০১৬, শনিবার, ৩:০৮

জামায়াতকে জড়িয়ে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্য সর্বৈব মিথ্যা

আইনমন্ত্রী আনিসুল হক আজ ২৩ জুলাই দুপুরে সুপ্রীম কোর্ট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ২৩ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আইনমন্ত্রী আনিসুল হক জামায়াতকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা সর্বৈব মিথ্যা।

দেশবাসী সকলেই জানেন যে, গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনার দিন রাত ১টা ৫১ মিনিটে আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশী-বিদেশী নাগরিকদের জিম্মি করার ঘটনার নিন্দা জানিয়ে ও গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছি।

ঐ বিবৃতিতে আমরা আরো উল্লেখ করেছি যে, ‘দুর্বৃত্তদেরকে যথাসম্ভব নিরস্ত্র করে জীবিতাবস্থায় আটক করা উচিত, যাতে তাদের পরিচয় জানা যায় এবং ঘটনার আদ্যোপান্ত বোঝা যায়।’

গুলাশানে যারা হামলা চালিয়েছে তাদের পরিচয় দেশবাসী ভাল করেই জানেন। কাজেই জামায়াতকে জড়িয়ে এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না। তাদের এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দেশবাসী বিশ্বাস করে না এবং ভবিষ্যতেও তাদের এ ধরনের বক্তব্য দেশবাসী কখনই বিশ্বাস করবে না।

জামায়াতে ইসলামীকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি আইনমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।”