২৬ জুলাই ২০১৬, মঙ্গলবার, ১১:৫৭

যায়যায়দিন পত্রিকার গোটা রিপোর্টটিই ভিত্তিহীন মিথ্যা ও বানোয়াট তথ্যপূর্ণ

আজ ২৬ জুলাই দৈনিক যায়যায়দিন পত্রিকার ১ম পৃষ্ঠায় “অবশেষে ফেঁসে যাচ্ছে জামায়াত!” শিরোনামে আজ ২৬ জুলাই প্রকাশিত রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে সব ভিত্তিহীন মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ২৬ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “যায়যায়দিন পত্রিকার গোটা রিপোর্টটিই ভিত্তিহীন মিথ্যা ও বানোয়াট তথ্যপূর্ণ।

দৈনিক যায়যায়দিন পত্রিকায় প্রকাশিত রিপোর্টের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, গুলশান ও শোলাকিয়ায় হামলাসহ কোন সন্ত্রাসী হামলার সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের দূরতম কোন সম্পর্কও নেই। ঐ সব ঘটনার সাথে জামায়াতের কোন নেতার সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার প্রশ্নই আসে না। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার হীন উদ্দেশ্যেই মিথ্যাচারের আশ্রয় নিয়ে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ ধরনের কল্পনাপ্রসূত মিথ্যা ও বানোয়াট রিপোর্ট প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক।

আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী সংগঠন। কোন সন্ত্রাসী কর্মকান্ড ও ষড়যন্ত্রের সাথে জামায়াতে ইসলামীর ও ইসলামী ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। জামায়াতে ইসলামী সর্বদা জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডকে ঘৃণা করে। জামায়াতের কর্মীদের জঙ্গি কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগ পরিকল্পিত মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। যায়যায়দিনের এ রিপোর্টটিতে সত্যের লেশমাত্রও নেই।

জামায়াতে ইসলামীকে জড়িয়ে এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কাল্পনিক রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি যায়যায়দিন পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”