২৬ জুলাই ২০১৬, মঙ্গলবার, ১১:৫৬

জামায়াত নেতা মাওলানা সোহেল আহমাদ ও পর্দানশীন মহিলা আমেনা খাতুনকে অন্যায়ভাবে গ্রেফতারের নিন্দা

সিলেট মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা সোহেল আহমাদকে ও ঝিনাইদহ শহরের একজন পর্দানশীন মহিলা আমেনা খাতুনকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ২৬ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধী দলের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে।

জঙ্গিবাদ নিয়ে সত্যিকারভাবে প্রতিবাদ হোক এটা সরকার চায় না। সরকার তা চাইলে জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা দিত না এবং নেতা-কর্মীদের গ্রেফতার করত না। তাছাড়াও সারা দেশে জঙ্গি গ্রেফতারের নামে সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধী দলের নেতা কর্মী এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ধর্মপরায়ণ ছাত্রী, পর্দানসীন গৃহবধূ এবং মা ও বোনদের পর্যন্ত অন্যায়ভাবে গ্রেফতার করছে। সরকারের এ রাজনৈতিক প্রতিহিংসা এবং গ্রেফতারের হাত থেকে কেউই রেহাই পাচ্ছেন না। এ ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপ প্রকারান্তরে একদিকে সুস্থ রাজনীতির সমস্ত ক্ষেত্র শেষ করে দিচ্ছে, অন্যদিকে সন্ত্রাসী ও জঙ্গিদের বাড়-বাড়ন্তির সুযোগ করে দিচ্ছে।

সরকারের এ ধরনের কর্মকান্ডের আমরা তীব্র নিন্দা জানাই এবং সিলেট মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা সোহেল আহমাদসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের অন্যায়ভাবে গ্রেফতারকৃত সকল নেতা-কর্মী, ছাত্র-ছাত্রী এবং নিরীহ পর্দানশীন গৃহবধূ ও মা-বোনদের নিঃশর্ত মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”