২৬ জুলাই ২০১৬, মঙ্গলবার, ১১:৫৬

রাজধানীর কল্যাণপুরে কথিত জঙ্গি আস্তানায় সংঘটিত ভয়াবহ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

২৫ জুলাই দিবাগত রাতে রাজধানীর কল্যাণপুরে কথিত জঙ্গি আস্তানায় পুলিশের গুলিতে ৯ জন নিহত হওয়ার ভয়াবহ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ২৬ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “কল্যাণপুরে সংঘটিত ভয়াবহ ঘটনায় গোটা জাতি উদ্বিগ্ন ও আতংকিত। এ ঘটনায় গোটা জাতির সাথে আমরাও উদ্বিগ্ন।

নিহত ব্যক্তিদের সঠিক পরিচয় উদ্ঘাটন এবং আহতাবস্থায় চিকিৎসাধীন কথিত হাসানকে সুচিকিৎসা প্রদান করার মাধ্যমে সুস্থ হয়ে ওঠার সার্বিক ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন যাতে তার কাছ থেকে পুলিশের দাবিকৃত সন্ত্রাসীদের সঠিক পরিচয় এবং তাদের মোটিভ জানা যায়। হাসান বেঁচে থাকলে সঠিক তথ্য উদ্ঘাটনের সম্ভাবনাও বেঁচে থাকবে। এ ব্যাপারে কোন অবস্থাতেই যেন রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার অপপ্রয়াস চালানো না হয়। নিরপেক্ষ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য তদন্ত সন্ত্রাস দমনের ক্ষেত্রে মাইলফলক হিসেবে কাজ করতে পারে। এর যে কোন ধরনের ব্যতিক্রম জাতিকে অধিকতর উদ্বেগ, উৎকণ্ঠা, অনিশ্চয়তা ও আতংকের দিকেই ঠেলে দিবে।

অতীতের পুরনো রাজনৈতিক দোষারোপের ঘৃণিত এই প্রবণতার সাথে কেউ যাতে কোনভাবেই যুক্ত না হন, আমরা তার জন্য সকল মহলের প্রতি আহ্বান জানাই।”