২৮ জুলাই ২০১৬, বৃহস্পতিবার, ১১:৫৪

সাতক্ষীরার এসপি মোঃ আলতাফ হোসেনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন গত ২৭ জুলাই সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় “সাতক্ষীরায় জামায়াত-শিবিরকে সমূলে উৎপাটন করা হবে” মর্মে যে, হুমকি দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের আজ ২৮ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন, সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে ‘সাতক্ষীরায় জামায়াত-শিবিরকে সমূলে উৎপাটন করা হবে’ মর্মে হুমকি প্রদান করে দেশের আইন, সংবিধান ও চাকুরী বিধি লংঘন করেছেন।

তিনি একজন পুলিশ কর্মকর্তা হিসেবে দেশের একটি আইনানুগ বৈধ রাজনৈতিক দল এবং একটি আইনানুগ বৈধ ছাত্র সংগঠনকে সমূলে উৎপাটন করার হুমকি দিতে পারেন না। তিনি একজন পুলিশ কর্মকর্তা হিসেবে এ ধরনের বক্তব্য দিতে পারেন না।

জামায়াত ও ছাত্রশিবিরের লোকদের বর্তমানে আইএস নামে কাজ করা এবং সাতক্ষীরায় ১৭ জন প্রগতিশীর মানুষকে হত্যা করার প্রশ্নই আসেনা। সাতক্ষীরার এসপি মোঃ আলতাফ হোসেনের এসব অভিযোগ ভিত্তিহীন মিথ্যা ও বানোয়াট।

তিনি ঝিনাইদহ জেলার পুলিশ সুপার থাকাকালে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে উৎখাত করতে গিয়ে বহু মায়ের কোল খালি করেছেন এবং বহু নারীকে বিধবা করেছেন। তার পরেও কি তার রক্তের পিপাসা মিটেনি? তিনি আর কত মায়ের বুক খালি করতে চান? তিনি আর কত নারীকে বিধবা করতে চান? এ ধরনের অসাংবিধানিক, অমানবিক ও বেআইনী হুমকি প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি তার প্রতি আহ্বান জানাচ্ছি।”