৪ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার, ১১:৫০

জামায়াত নেতা প্রফেসর ড: আবুল হাশেম সহ অন্যান্য নেতৃবৃন্দকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে

গত ৩ আগস্ট রাজশাহী মহানগরী জামায়াতের আমীর প্রফেসর ড: আবুল হাশেম এবং নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন ও বগুড়া জেলার গাবতলী উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মাকসুদুর রহমানকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ৪ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দ্যেশ্যেই রাজশাহী মহানগরী জামায়াতের আমীর, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবুল হাশেম এবং খালিয়াজুরী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেনকে ও গাবতলী উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মাকসুদুর রহমানকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তারা সম্পূর্ণ নির্দোষ।

জামায়াতকে নেতৃত্বশূণ্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই প্রফেসর ড: আবুল হাশেম এবং অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন ও মাওলানা মাকসুদুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। প্রফেসর ড: আবুল হাশেম বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানীত সাবেক শিক্ষক। তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে হয়রানী করা হচ্ছে। জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতারের মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। আমি সরকারের এ ধরনের ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।

রাজশাহী মহানগরী জামায়াতের আমীর প্রফেসর ড: আবুল হাশেমসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।