৭ আগস্ট ২০১৬, রবিবার, ১০:৫২

দৈনিক জনকণ্ঠের রিপোর্টে জামায়াতকে জড়িয়ে যে সব কথা লেখা হয়েছে তা সর্বৈব মিথ্যা

দৈনিক জনকণ্ঠের প্রথম পৃষ্ঠায় “যুদ্ধাপরাধ থেকে জঙ্গিবাদ সর্বত্রই নেপথ্যে জামায়াত” শিরোনামে আজ ৭ আগষ্ট প্রকাশিত বানোয়াট রিপোর্টের তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ৭ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ দৈনিক জনকণ্ঠের রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে সব কথা লেখা হয়েছে তা সর্বৈব মিথ্যা।

দৈনিক জনকণ্ঠের রিপোর্টের জবাবে আমি স্পষ্টভাষায় জানাতে চাই যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থার স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করে। জামায়াতের মধ্যে কোন দুর্ধর্ষ ক্যাডার বাহিনীর অস্তিত্ব নেই। কাজেই জামায়াতের দেশবিরোধী কোন ভয়ঙ্কর অপরাধের নীল নক্সায় যুক্ত হওয়ার প্রশ্নই আসে না। তথাকথিত যুদ্ধাপরাধ ও জঙ্গিবাদের সাথে জামায়াতের কোন সম্পৃক্ততা নেই। সুতরাং জামায়াতের দেশ জুড়ে সশস্ত্র জঙ্গি তৎপরতায় দেশী-বিদেশী মানুষ হত্যা করে পুরো দেশকে অস্থিতিশীল করতে চাওয়ার প্রশ্ন অবান্তর।

আইএস, জেএমবি, হুজি ইত্যাদি সংগঠনের সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। কাজেই জামায়াতের আইএস-এর নাম ব্যবহার করার প্রশ্নই আসে না। দৈনিক জনকণ্ঠের গোটা রিপোর্টটিই কাল্পনিক, বাস্তবের সাথে এর কোন সম্পর্ক নেই। তাদের এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কাল্পনিক রিপোর্ট দেশের মানুষ বিশ্বাস করে না।

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থেকে বস্তুনিষ্ঠ রিপোর্ট প্রকাশ করার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”