১ জুন ২০১৭, বৃহস্পতিবার, ১১:০৮

পুলিশের হেফাজতে মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

আহমাদ ছফার ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব আহমাদ ছফার পুলিশের হেফাজতে মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ ১ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, জনাব আহমাদ ছফাকে পুলিশ গত ৩১ মে বুধবার গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তার উপর অমানসিক নির্যাতন চালায়। পুলিশের নির্যাতনের ফলে তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে যথাপোযুক্ত চিকিৎসার কোন ব্যবস্থাই করেনি। ফলে পুলিশী হেফাজতে বুধবার রাতেই তার মৃত্যু হয়েছে। আহমাদ ছফার পুলিশী হেফাজতে মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”