২৫ মে ২০১৭, বৃহস্পতিবার, ৬:৪৬

ইসলামের সাথে সন্ত্রাসবাদের কোন সম্পর্ক নেই

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে সন্ত্রাসী হামলা গণতন্ত্র ও মানবতার প্রতি এক চরম আঘাত

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে গত সোমবার ২২ মে একটি কনসার্টে সন্ত্রাসী হামলায় অন্ততঃ ২২ জন লোক নিহত ও ৫৯ জন লোক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২৫ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি কনসার্টে সন্ত্রাসী হামলায় ২২ জন লোক নিহত ও ৫৯ জন লোক আহত হওয়ার ঘটনার নিন্দা জানানোর কোন ভাষা নেই। এ হামলা গণতন্ত্র ও মানবতার প্রতি এক চরম আঘাত। ইসলামের সাথে সন্ত্রাসবাদের কোন সম্পর্ক নেই। সন্ত্রাসী যেই হোক না কেন তার বিচার হওয়া উচিত।

আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সারা বিশ্বেই সন্ত্রাসী কর্মকান্ড বেড়ে যাচ্ছে। মায়ানমার, কাশ্মীর, ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, লিবিয়াসহ মুসলিম দেশগুলোতে অব্যাহতভাবে সন্ত্রাসী তান্ডব চলছে। তাতে প্রতিদিনই হাজার হাজার নিরীহ মানুষ নিহত হচ্ছে। সন্ত্রাস যেই করুক না কেন আমরা সকল প্রকার সন্ত্রাসের নিন্দা জানাই। সন্ত্রাসী তান্ডব থেকে মানবতাকে রক্ষা করার জন্য সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সন্ত্রাসের কারণ খুঁজে বের করে তা বন্ধের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তাহলেই সারা বিশ্বে শান্তি ফিরে আসবে।

আমি ম্যানচেস্টারে হামলায় যারা নিহত হয়েছেন তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি এবং যুক্তরাজ্য সরকারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি বিশ্বের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।”