১৪ আগস্ট ২০১৬, রবিবার, ৬:০৮

সরকার স্বৈরশাসন টিকিয়ে রাখার জন্য জামায়াত নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে

বগুড়া পূর্ব সাংগঠনিক জেলার শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুস সালামকে এবং চাঁদপুর জেলার মতলব দক্ষিণ সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর জনাব আবদুর রশিদ পাটোয়ারী ও সেক্রেটারী মাওলানা ওমর ফারুকসহ ৯ জন নেতা-কর্মীকে আজ ১৪ আগস্ট পুলিশের অন্যায়ভাবে আটক করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ১৪ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “স্বৈরশাসন অন্যায়ভাবে টিকিয়ে রাখার হীন উদ্দেশ্যে সরকার সারাদেশে জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করছে।

স্বৈরাচারী সরকারের জুলুম-নির্যাতনের হাত থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরাও বর্তমানে রেহাই পাচ্ছেন না। বগুড়া পূর্ব সাংগঠনিক জেলার শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর ও বিশিষ্ট আলেমে দ্বীন এবং মাঝিড়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মাওলানা আবদুস সালাম আজ ১৪ আগস্ট চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণের জন্য শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রবেশ করার সময় তাকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করে তাকে শপথ গ্রহণ করতে দেয়নি। উল্লেখ্য যে, মাওলানা আবদুস সালাম মাঝিড়া ইউনিয়ন থেকে এ পর্যন্ত ৪ বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ রকম একজন জনপ্রিয় লোককে গ্রেফতার করে সরকার তার ওপর চরম জুলুম করেছে।

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর জনাব আবদুর রশিদ পাটোয়ারী ও সেক্রেটারী মাওলানা ওমর ফারুকসহ ৯ জন নেতা-কর্মীকে আজ ১৪ আগস্ট পুলিশ বিনা কারণে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। অযথা হয়রানি করার উদ্দেশ্যেই তাদের গ্রেফতার করা হয়েছে।

বগুড়া পূর্ব সাংগঠনিক জেলার শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুস সালাম এবং চাঁদপুর জেলার মতলব দক্ষিণ সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর জনাব আবদুর রশিদ পাটোয়ারীসহ সারাদেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”