৯ মে ২০১৭, মঙ্গলবার, ৭:১১

মিশরের মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতৃবৃন্দসহ অন্যান্য নেতারা সে দেশের স্বৈরাচারী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার

মিশরের স্বৈরাচারী সরকার কর্তৃক মুসলিম ব্রাদারহুডের সর্বোচ্চ অভিভাবক ডঃ মোহামেদ বাদেয়ী, মুখপাত্র মাহমোদ গোজলান ও অভিভাবক পরিষদের সদস্য হোসাম আবুবাকেরকে যাবজ্জীবন এবং আরো ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদানের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ৯ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “মিশরের মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতৃবৃন্দসহ অন্যান্য নেতারা সে দেশের স্বৈরাচারী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।

২০১৩ সালে মিশরের সামরিক বাহিনী সে দেশের জনগণের নির্বাচিত প্রেসিডেন্ট ডঃ মোহাম্মদ মুরসির সরকারকে উৎখাত করার পর থেকেই মিশরে স্বৈরাচারী সরকারের জুলুম-নির্যাতনের স্টীম রুলার চলছে। জনগণের উপর জুলুম-নির্যাতন চালিয়ে ইসলামী জনতার রক্তের উপর দাঁড়িয়ে স্বৈরাচারী সরকার ক্ষমতা দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছে। গণবিচ্ছিন্ন স্বৈরাচারী সরকারের জুলুম-নির্যাতনে মিশরের জনগণ আবার বিক্ষুব্ধ হয়ে উঠতে শুরু করেছে।

কাজেই জুলুম-নির্যাতন বন্ধ করে মিশরের মুসলিম ব্রাদারহুডের সর্বোচ্চ অভিভাবক ডঃ মোহামেদ বাদেয়ীসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি মিশর সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”