৭ সেপ্টেম্বর ২০১৬, বুধবার, ২:৫৭

দৈনিক জনকণ্ঠ পত্রিকায় শহীদ মীর কাসেম আলীকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের তীব্র প্রতিবাদ

দৈনিক জনকণ্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় “মীর কাসেমের ফাঁসির মধ্য দিয়ে শেষ হল আরাকানিস্তান তৎপরতা” শিরোনামে আজ ৭ সেপ্টেম্বর প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ৭ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক জনকণ্ঠ পত্রিকার রিপোর্টে উল্লেখিত তথাকথিত ‘স্বাধীন ইসলামী আরাকানিস্তান’ নামে কোন রাষ্ট্র প্রতিষ্ঠার তৎপরতার কথা আমাদের জানা নেই। কাজেই এ ধরনের কোন তৎপরতার সাথে শহীদ মীর কাসেম আলীর কোন ধরনের সংশ্লিষ্টতা থাকার প্রশ্নই আসে না।

দৈনিক জনকণ্ঠের এ রিপোর্টে ‘শহীদ মীর কাসেম আলীর অর্থায়নে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির কক্সবাজার অঞ্চলে সহিংসতা ঘটাতে তৎপর হয়েছিল’ মর্মে যে কথা লেখা হয়েছে তা একেবারে ডাহা মিথ্যা। কোন ধরনের সহিংসতার সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই।

কাজেই শহীদ মীর কাসেম আলী এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”