২৭ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার, ৫:১৮

কালের কন্ঠে মকবুল আহমাদের বিরুদ্ধে যেসব ভিত্তিহীন মিথ্যা অভিযোগ উত্থাপন করেছেন তার তীব্র প্রতিবাদ

কালের কন্ঠ পত্রিকার ৩য় পৃষ্ঠায় গত ২৬ অক্টোবর প্রকাশিত একটি রিপোর্টে ফেনী জেলার দাগন ভূঞা উপজেলার খুশিপুর গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আহসান উল্লাহর স্ত্রী ছালেহা বেগম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদের বিরুদ্ধে যেসব ভিত্তিহীন মিথ্যা অভিযোগ উত্থাপন করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ২৭ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “শহীদ মুক্তিযোদ্ধা আহসান উল্লাহর স্ত্রী ছালেহা বেগম জামায়াতের আমীর জনাব মকবুল আহমাদের বিরুদ্ধে তার স্বামীকে অপহরণ, খুন ও লাশ গুম করার যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা ও বানোয়াট। জনাব মকবুল আহমাদের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করে তাকে মিথ্যা মামলায় জড়ানোর উদ্দেশ্যেই তিনি এ মিথ্যা অভিযোগ করেছেন।

জনাব মকবুল আহমাদ ও তার ছোট ভাই খবির আহমাদের সাথে রাজাকার বাহিনীর কোন সংশ্লিষ্টতা ছিল না। কাজেই তাদের নির্দেশে কাউকে হত্যা করা বা হিন্দুদের বাড়ীতে অগ্নিসংযোগ, ধর্ষণ, অপহরণের প্রশ্নই আসে না।

তাদের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক কালের কণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”