২৪ অক্টোবর ২০১৬, সোমবার, ৫:১৪

জনগণের নির্বাচিত প্রেসিডেন্ট ডঃ মোহাম্মদ মুরসিকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আহ্বান

মিশরের একটি আদালত চূড়ান্ত রায়ে দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট ডঃ মোহাম্মদ মুরসিকে ২০ বছরের কারাদন্ড প্রদান করার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ২৪ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ডঃ মোহাম্মদ মুরসি মিশরের ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেণ্ট।

তাকে মিশরের স্বৈরাচারী সরকার ষড়যন্ত্র করে কারাদন্ড দিয়ে জেলে আবদ্ধ করে রেখেছেন। তিনি কোন অপরাধ করেননি। বরং তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে আবদ্ধ রেখে সরকার তার উপর চরম জুলুম করছে। তিনি এখনো মিশরের সবচাইতে জনপ্রিয় নেতা।

সকল দন্ড বাতিল করে জনগণের নির্বাচিত প্রেসিডেন্ট ডঃ মোহাম্মদ মুরসিকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি মিশর সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”