৭ জানুয়ারি ২০১৭, শনিবার, ১২:১৫

সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে

জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে

গাইবান্ধা জেলাসহ বিভিন্ন জেলায় অব্যাহতভাবে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ৭ জানুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন’ “গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগের দলীয় জাতীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটল দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ার পর থেকে গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় অব্যাহতভাবে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করে সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে।

জাতির সামনে দিবালোকের মত পরিষ্কার হয়ে গিয়েছে যে, মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যার সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কারো কোন সম্পর্ক নেই। তবুও সরকার দেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য অন্যায়ভাবে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করে জেলে বন্দী রেখে তাদের অযথা হয়রানী করছে। ধুম্রজাল সৃষ্টি করে প্রকৃত খুনিদের বাঁচানোর উদ্দেশ্যে সরকার জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করে জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে।

অন্যায়ভাবে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করে জুলুম-নির্যাতন চালানো বন্ধ করে অবিলম্বে জামায়াত ও ছাত্রশিবিরের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”