২৮ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার, ৭:২১

আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর সাথে ৩ আইনজীবীর সাক্ষাত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, সাবেক মন্ত্রী, বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক মাওলানা মতিউর রহমান নিজামীর সাথে তার আইনজীবীগণ আজ ২৮ এপ্রিল বৃহস্পতিবার সাক্ষাত করেন। আইনজীবীগণ হলেন, মতিউর রহমান আকন্দ, মশিউল আলম ও নাজিব মোমেন।

আন্তর্জাতিক অপরাধ আদালতে মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদন্ড প্রদান করে প্রদত্ত রায়ের বিরুদ্ধে দায়ের করা আপীল খারিজ হয়ে যাওয়ার পর মাওলানা মতিউর রহমান নিজামীর নির্দেশে মহামান্য সুপ্রিমকোর্টে রিভিউ আবেদন দায়ের করা হয়েছে।

মহামান্য সুপ্রিমকোর্ট আগামী ৩রা মে রিভিউ আবেদনের শুনানীর দিন ধার্য্য করেছেন। এ বিষয়ে মাওলানা মতিউর রহমান নিজামীর দিক নির্দেশনার জন্য আইনজীবীগণ তার সাথে সাক্ষাত করেন। মাওলানা নিজামী রায়ের ত্রুটিপূর্ণ দিক তুলে ধরে আইনীভাবে মোকাবেলার জন্য আইনজীবীদেরকে নির্দেশ প্রদান করেন। তিনি উল্লেখ করেন, যে সব সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। সাক্ষীগণ স্বীকার করেছেন ১৯৮৬ সালের পূর্বে ঐ এলাকায় তারা আমাকে দেখেননি। সাক্ষীদের প্রদত্ত সাক্ষ্য বিবেচনায় নিলে এই মামলায় আমাকে সাজা দেয়ার কোন সুযোগ নেই। আমি আশা করি সর্বোচ্চ আদালত ন্যায় বিচার নিশ্চিত করবেন এবং আমি খালাশ পাব ইনশাআল্লাহ।

তিনি আইনজীবীদেরকে বলেন, ব্যক্তিগতভাবে, আমার রাজনৈতিক জীবনে আমি কখনো আমার জানামতে কোন মানুষকে মনোকষ্ট দিয়েছি এমন কোন নজির নেই। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই সরকার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে আমাকে হত্যার ষড়যন্ত্র করছে। আমি যে আদর্শের রাজনীতি করি সে আদর্শ প্রতিষ্ঠার জন্য আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। তিনি পরিবারের সদস্য ও ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ধৈর্য্যরে সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান। তিনি বলেন, ধৈর্য্যের পুরস্কার আল্লাহ তায়ালা দিবেন বলে মহাগ্রন্থ আল কুরআনে ঘোষণা করেছেন। মাওলানা নিজামী আইনজীবীদের মাধ্যমে দেশবাসীকে সালাম জানান ও তার জন্য দোয়া করতে বলেন।