১৮ এপ্রিল ২০১৭, মঙ্গলবার, ৭:৩৭

গণভোটে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের দল জয়লাভ করায় প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে অভিনন্দন

গত ১৬ এপ্রিল তুরস্কে যে ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়েছে সে গণভোটে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের দল ক্ষমতাসীন একে পার্টি জয়লাভ করায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান, একে পার্টি এবং তুরস্কের জনগণকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ১৮ এপ্রিল তুরস্কের প্রেসিডেন্টের নিকট একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, “এ বিজয় তুরস্কের সংগ্রামী জনগণের বিজয়। তুরস্কের জনগণ গণভোটে একে পার্টির পক্ষে রায় দিয়ে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের হাতকে শক্তিশালী করেছেন। আমরা আশা করি তার সুযোগ্য নেতৃত্বে তুরস্ক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে।

আমি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক সাফল্য কামনা করছি।”