২৬ ফেব্রুয়ারি ২০১৭, রবিবার, ৭:৫৪

অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনে প্রকাশিত রিপোর্টের তীব্র প্রতিবাদ

জামায়াতকে জড়িয়ে অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনে প্রকাশিত রিপোর্টটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট

অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনে “জামায়াতে আবারও ব্যর্থ সংস্কারের প্রচেষ্টা” শিরোনামে ২৬ ফেব্রুয়ারী প্রকাশিত ভিত্তিহীন ও বানোয়াট প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২৬ ফেব্রুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনে ২৬ ফেব্রুয়ারী প্রকাশিত প্রতিবেদনটি ভিত্তিহীন অসত্য।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই এ অসত্য প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে জনাব আতাউর রহমান ‘আমীরে জামায়াত ও জামায়াতের কর্মনীতি প্রণয়নের বিষয় সংস্কার প্রস্তাব আনেন’ মর্মে যে সব কথা লেখা হয়েছে তার প্রতিটি শব্দ অসত্য ও আগাগোড়া মনগড়া। জামায়াতে সংস্কারপন্থী বলে অতীতে কিছু ছিল না, এখনো নেই। জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে কর্তৃত্ববাদী সরকার ও সরকারের মদদপুষ্ট দু’একটি সংবাদপত্র ও মিডিয়া জামায়াতের সুনাম-সুখ্যাতি বিনষ্ট করার লক্ষ্যে উঠে পড়ে লেগেছে। তারা সাংবাদিকতার নামে মনগড়া কল্পকাহিনী প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। জনগণ এ সব কল্পকাহিনী বিশ্বাস করে না। এভাবে বিভ্রান্তিকর প্রতিবেদন লিখে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

তাই জামায়াতে ইসলামী ও জনাব আতাউর রহমানকে নিয়ে কল্পকাহিনী রচনা করা থেকে বিরত থাকার জন্য আমি বাংলা ট্রিবিউন অনলাইন পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”