২১ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার, ১০:১৯

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল হাকিমসহ সারাদেশে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র প্রতিবাদ

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল হাকিম, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমীর জনাব আজিজুল হক ও সেক্রেটারী মাওলানা আবদুল বারী এবং নাগেশ্বরী উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব মোঃ আবদুল হামিদসহ ৩১ জন নেতা-কর্মীকে আজ ২১ ফেব্রুয়ারী বিকেলে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২১ ফেব্রুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল হাকিম, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমীর জনাব আজিজুল হক ও সেক্রেটারী মাওলানা আবদুল বারী এবং নাগেশ্বরী উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব মোঃ আবদুল হামিদসহ ৩১ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। বিনা কারণেই তাদেরকে আটক করা হয়েছে।

সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার অসৎ উদ্দেশ্যেই জামায়াতের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের বেঁছে বেঁছে অন্যায়ভাবে গ্রেফতার করছে। সরকার অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসন দীর্ঘায়িত করার হীন উদ্দেশ্যেই সারা দেশে গ্রেফতার অভিযান চালাচ্ছে। ক্ষমতাসীন কর্তৃত্ববাদী সরকারের মুখে গণতন্ত্রের বুলি হাস্যকর। জনগণের উপর জুলুম-নির্যাতন চালিয়ে সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গণবিচ্ছিন্ন কোন সরকার জনগণের উপর দুঃশাসন চালিয়ে বেশি দিন টিকে থাকতে পারে না। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল হাকিমসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”