২৭ জুলাই ২০১৭, বৃহস্পতিবার, ৪:৪৩

আল-আকসায় মুসলমানদের উপর ইসরাইলীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে দেশব্যাপি শান্তিপূর্ণ বিক্ষোভ পালিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহা. রেজাউল করিম বলেছেন, দলখদার ইসরাইলী বাহিনী গোটা মধ্যপ্রাচ্যকে অশান্ত করে রেখেছে। তারা মুসলমানদের প্রথম কিবলা আল আকসার পবিত্র অঙ্গনকে রক্তাক্ত ও কলঙ্কিত করেছে। ইহুদীবাদীরা গত ২১ জুলাই নামাজরত মুসল্লীদের উপর ইতিহাসের বর্বরোচিত ও ন্যক্কারজনক হামলা চালিয়েছে। ইতোপূর্বেও ইহুদীরা বর্বরোচিত হামলা চালিয়ে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুদের হত্যা করেছে। কিন্তু কোন মুসলমান বেঁচে থাকতে আল আকসাকে দখলদারদের করায়ত্ব হতে দেবে না বরং যেকোন মূল্যে ইহুদীবাদীদের সকল অপচেষ্টা ও ষড়যন্ত্র রুখে দেবে। তিনি আল আকসাকে দখলদার মুক্ত করতে মুসলমানদেরকে আহবান জানান।

তিনি আজ রাজধানীতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসাবে মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদে মুসলমানদের নামাজ আদায় করার জন্য প্রবেশ করতে দখলদার ইসরাইলীদের বাধা প্রদান এবং মুসলমানদের উপর বর্বরোচিত হামলা চালিয়ে হত্যা ও আহত করার ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি একথা বলেন। বিক্ষোভ মিছিলটি মিরপুর ১০ নং আল হেলাল হাসপাতালের সমানে থেকে হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজীপাড়া গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ঢকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন, জামায়াত নেতা এ্যাডভোকেট মনির, নাসির উদ্দীন, আব্দুল আউয়ার আজম, আব্দুল মতিন খান, আবুল হাসান, মিজানুল হক, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি ডা. মুজাহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলীম, উত্তর সেক্রেটারি সজীব আহমদ ও ছাত্রনেতা জোবায়ের প্রমূখ।

ড. করিম বলেন, মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদে মুসলমানদের নামাজ আদায়ে বাধা প্রদান ও মুসলমানদের উপর বর্বরোচিত হামলা চালিয়ে হতাহত করে ইসরাইলী সরকার ন্যক্কারজনক কাজ করেছে। গত ২১ জুলাই দখলদার বাহিনীর হামলায় আল আকসার খতিবসহ সহ¯্রাধিক মুসলমান আহত হয়েছেন। শাহাদাত বরণ করেছেন ৩ জন। মূলত ইসরাইলী বাহিনী পবিত্র আল-আকসা মসজিদে মুসলমানদের নামাজ আদায়ের জন্য প্রবেশ করতে না দিয়ে জাতিসংঘ কর্তৃক ঘোষিত মানবাধিকার সনদ চরমভাবে লংঘন করেছে। ইহুদীবাদীদের নির্মমতা, নিষ্ঠুরতা ও বর্বরতার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানরা প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে। মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদকে ইহুদীদের কবল থেকে মুক্ত করা মুসলিম উম্মাহর ঈমানী দায়িত্ব ।

তিনি বলেন, আল আকসা মসজিদে ইসরাইলী বাহিনীর সন্ত্রাস ও বর্বরোচিত হামলা ইতিহাসের সকল নিষ্ঠুরতা ও নির্মমতাকে হার মানিয়েছে। মারাত্মক গোলাগুলির ঘটনায় গত সপ্তাহে ইসরাইল কর্তৃপক্ষ আল-আকসা মসজিদটি বন্ধ করে দিলে পশ্চিম তীর জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রতিবাদে পুরো মুসলিম বিশ^ উত্তাল হয়ে উঠেছে এবং আল আকসা রক্ষায় মুসলিম উম্মাহ এখন ঐক্যবদ্ধ। মূলত মুসলমানদের পবিত্র স্থান সুরক্ষা করাই কেবল নয় বরং শত্রুদের থেকে অধিকতর নিরাপদ করার আবশ্যকতাও দেখা দিয়েছে। তাই আল আকসা মসজিদ রক্ষায় মুসলিম বিশ^কেন ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলবে হবে। তিনি দখলদার বাহিনীকে আল আকসা ত্যাগের আহবান জানান।

এছাড়াও চট্রগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, খুলনা, রংপুর, কুমিল্লা, গাজীপুর, নারায়াণগঞ্জ, ময়মনসিংহ, ফেনী, পাবনা, নরসিংদি, মানিকগঞ্জ, নীলফামারী, সিরাজগঞ্জ, বগুড়া, ফরিদপুর সহ দেশের আরো বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ পালন করে জামায়াত।