১৮ জুলাই ২০১৭, মঙ্গলবার, ৮:০৩

পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অভিযোগের তীব্র প্রতিবাদ

প্রতিবেশী দেশ ভারতসহ বিশ্বের কোথাও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন ধরণের কোন শাখা নেই

ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গত ১৭ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে বেরিয়ে আসার সময় সাংবাদিকগণের সাথে আলাপকালে ‘ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাটের দাঙ্গায় বাংলাদেশের জামায়াতের হাত রয়েছে’ বলে যে ভিত্তিহীন, অসত্য অভিযোগ করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১৮ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বসিরহাটের দাঙ্গার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাত রয়েছে মর্মে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে অভিযোগ করেছেন তা আমরা বিশ্বাস করতে চাই না। যদি তিনি এধরণের কোন অভিযোগ করেই থাকেন তাহলে তা একেবারেই অসত্য।

প্রতিবেশী দেশ ভারতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন ধরণের কোন শাখা বা তৎপরতা থাকার প্রশ্নই আসেনা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন ধরণের কোন শাখা ভারত তো নয়ই বিশ্বের কোথাও নেই। বাসিরহাটের সাম্প্রদায়িক দাঙ্গায় যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ভারতের আইন অনুযায়ী যে কোন ধরণের পদক্ষেপ গ্রহণের অধিকার সেদেশের সরকারের রয়েছে। আমরা সকল দেশের স্বাধীন সত্ত্বা ও অখন্ডতার প্রতি শ্রদ্ধাশীল। আমরা আমাদের প্রতিবেশী দেশকে শ্রদ্ধার চোঁখে দেখে থাকি এবং প্রতিবেশী দেশের নিকট থেকে অনুরুপ আচরন আশা করি।

আমি আশা করব আমাদের স্পষ্ট বক্তব্যের পর এধরণের ভুল বুঝাবুঝির আর কোন অবকাশ থাকবে না।”