২ জুলাই ২০১৭, রবিবার, ৮:১৯

গোরক্ষার নামে নির্বিচারে মানুষ হত্যা বন্ধ করতে ভারত সরকারের প্রতি আহ্বান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক ঘোষিত উদারতার সাথে বাস্তবতার কোন মিল নেই

ভারতে গোরক্ষার নামে নির্বিচারে মানুষ হত্যা বন্ধ করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ০২ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক ঘোষিত উদারতার সাথে বাস্তবতার কোন মিল নেই। এক শ্রেণীর উগ্র সাম্প্রদায়িক লোক গোরক্ষার নামে অজু হাত সৃষ্টি করে নিরীহ নিরপরাধ মুসলমানদের উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করছে। বেদনাদায়ক এ দৃশ্য সভ্য দুনিয়া নিরবে পর্যবেক্ষণ করছে। ভারত সরকার কিংবা আন্তর্জাতিক সংস্থাগুলো এ ধরনের উগ্র সাম্প্রদায়িক নির্মম হত্যাকাণ্ড বন্ধের কার্যকর ও দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করছে না।

ভারতের মুসলিম সম্প্রদায়সহ সকল ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল এবং ইজ্জতের নিরাপত্তা বিধান করার দায়িত্ব ভারত সরকারের। বিবেকবান বিশ্ব আশা করে জনগণের জানমাল ও ইজ্জত রক্ষার ক্ষেত্রে ভারত সরকার অবহেলা প্রদর্শন না করে তাদের উপর অর্পিত সাংবিধানিক মানবিক দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং আমরা আশাবাদী হতে চাই এ ঘৃণিত সাম্প্রদায়িক হামলার শিকার হয়ে আর কাউকে জীবন দিতে হবে না।

এ বিষয়ে ভারত সরকার ও শান্তিকামী বিশ্বকে দ্রুত কার্যকর এবং দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা আন্তরিকভাবে আহবান জানাচ্ছি।”