৩০ জুন ২০১৭, শুক্রবার, ৭:৪৪

বাংলাদেশ থেকে দিন দিন অর্থ পাচার বেড়েই চলেছে, যা অত্যন্ত উদ্বেগজনক

সরকারের প্রভাবশালী ব্যক্তিরা অর্থ পাচার করে সুইচ ব্যাংকসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে অবৈধভাবে অর্থ সঞ্চয় করছে

বাংলাদেশ থেকে অর্থ পাচার দিন দিন বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে ও নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ৩০ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ থেকে দিন দিন অর্থ পাচার বেড়েই চলেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

গত ২০১৬ সালে সুইচ ব্যাংকের বিভিন্ন শাখায় বাংলাদেশীদের অবৈধ সঞ্চয়ের পরিমাণ এসে দাঁড়িয়েছে ৫,৬৮৫ কোটি টাকা। গত এক বছরে অবৈধ সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১,১৫০ কোটি টাকা, বৃদ্ধির হার ঊনিশ শতাংশ। সুইচ ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে আরও জানা যায় যে, সুইচ ব্যাংকে ভারতীয় নাগরিকদের আমানত কমলেও বাংলাদেশীদের অবৈধ সঞ্চয় প্রতি বছর বেড়েই চলেছে।

অবৈধ পন্থায় জনগণের কোটি কোটি টাকা লুটপাট করে বর্তমান সরকারের প্রভাবশালী ব্যক্তিরা অর্থ পাচার করে সুইচ ব্যাংকসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে অবৈধভাবে সঞ্চয় করা অর্থ রাখছে। তারা সরকারী ব্যাংকগুলোতে সীমাহীন লুটপাট করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে। সরকারী দলের রাঘব-বোয়ালরাই যে এসব লুটপাটের সাথে জড়িত তা বলার অপেক্ষা রাখে না।

তাই আমি অবৈধ অর্থ পাচারের ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করার জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি, যাতে দেশের জনগণ জানতে পারে অর্থ লুটপাট এবং পাচারের সাথে কারা জড়িত। দেশের সাধারণ মানুষ যেখানে দুবেলা খাবার যোগার করতে পারছে না, সেখানে সরকারী দলের নেতা-কর্মীরা উন্নয়নের ধূয়া তুলে জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে।

শ্বেতপত্র তৈরি ও প্রকাশ করে দেশের জনগণের অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য আমি দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।”