১৯ জুন ২০১৭, সোমবার, ৪:৩৭

যুক্তরাজ্যে মসজিদের সামনে মুসল্লিদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

বিশ্বের বিভিন্ন জায়গায় উস্কানীমূলক সাম্প্রদায়িক বক্তব্য প্রদান করার কারণেই এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটছে

যুক্তরাজ্যের উত্তর লন্ডনের একটি মসজিদ থেকে মুসল্লীরা তারাবীর নামাজ আদায় করে বের হলে মসজিদের কাছে এক দুর্বৃত্ত মুসল্লীদের উপর গাড়ি উঠিয়ে দিয়ে ১ জনকে নিহত ও ১০ জনকে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১৯ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “যুক্তরাজ্যের উত্তর লন্ডনের একটি মসজিদ থেকে মুসল্লীরা তারাবীর নামাজ শেষে বের হলে তাদের উপর এক দুর্বৃত্ত গাড়ী উঠিয়ে দিয়ে ১ জনকে নিহত এবং ১০ জনকে আহত করার নৃশংস ঘটনায় আমরা শংকিত ও উদ্বিগ্ন।

বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল থেকে দায়িত্বহীন ও উস্কানীমূলক সাম্প্রদায়িক বক্তব্য প্রদান করার কারণেই এ ধরনের দুঃখজনক সম্প্রদায়িক ঘটনা ঘটছে। ভবিষ্যতে যাতে কেউ আর এ ধরনের ঘটনা ঘটাতে সাহস না পায় সে জন্য উত্তর লন্ডনের ঐ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি প্রদান করার জন্য আমি যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে দায়িত্বহীন ও উস্কানীমূলক সাম্প্রদায়িক বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।

আমি নিহত মুসল্লীর রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”