৭ জুন ২০১৭, বুধবার, ৪:৪২

দেশের জনগণের সকল মৌলিক অধিকার ও ধর্মীয় অধিকার ভূলুণ্ঠিত

আগামী ১২ জুন জামায়াতের আহবানে ইফতার মাহফিল অদৃশ্য শক্তির ইশারায় বন্ধ হয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ

অদৃশ্য শক্তির হাতের ইঙ্গিতে ইফতার মাহফিল করতে না পারায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “কর্তৃত্ববাদী সরকারের আমলে দেশের জনগণের সকল মৌলিক অধিকার ও ধর্মীয় অধিকার ভূলুণ্ঠিত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৭৯ সালে তার জন্মলগ্ন থেকেই প্রতি বছর পবিত্র রামাদান মাসে দেশের সম্মানিত রাজনীতিবিদসহ বিভিন্ন পেশায় নিয়োজিত সম্মানিত ব্যক্তিবর্গ এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিবিদগণের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে আসছে। গত ২০১৬ সালেও আমরা সম্মানিত রাজনীতিবিদসহ বিভিন্ন পেশায় নিয়োজিত সম্মানিত ব্যক্তিবর্গ ও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিবিদগণের সম্মানে পৃথক পৃথক ২টি ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম। কিন্তু বর্তমান কর্তৃত্ববাদী সরকারের অনাকাক্সিক্ষত ও অবাঞ্ছিত হস্তক্ষেপের কারণে সে ইফতার মাহফিল দু’টি সম্পন্ন হতে পারেনি।

এ বছরও আমরা সম্মানিত রাজনীতিবিদসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গের সম্মানে আগামী ১২ জুন ইফতার মাহফিল করার জন্য একটি হল ভাড়া নিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, অদৃশ্য শক্তির হাতের ইশারায় ভাড়া নেয়া হল কর্তৃপক্ষের অপারগতায় আমাদের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত করা সম্ভব হচ্ছে না।

ইতোমধ্যেই যে সব সম্মানিত রাজনীতিবিদ ও বিভিন্ন পেশার সম্মানিত বিশিষ্ট ব্যক্তিগণ আমাদের ইফতার মাহফিলের দাওয়াত পেয়েছেন তাদের নিকট আমরা অনিচ্ছাকৃত অপারগতার জন্য দুঃখ প্রকাশ করছি।

এ ঘটনায় আবারও প্রমাণিত হলো যে, দেশের জনগণের সকল মৌলিক নাগরিক ও ধর্মীয় অধিকার আজ ভূলুণ্ঠিত। দেশের জনগণের নাগরিক ও ধর্মীয় অধিকারসহ সকল

অধিকার ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালানোর জন্য আমি দলমত- নির্বিশেষে দেশের সকল জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।”