২৬ মে ২০১৭, শুক্রবার, ৮:২৪

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের কোনই নিয়ন্ত্রণ নেই

মিঠু ও তার দেহরক্ষী দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার ঘটনাই প্রমাণ করে দেশের মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই

খুলনা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু এবং তার দেহরক্ষী নওশের আলী গাজী গত ২৫ মে রাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ২৬ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “খুলনার বিএনপি নেতা সরদার আলাউদ্দিন মিঠু ও তার দেহরক্ষী দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার ঘটনাই প্রমাণ করে দেশের মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই।

সারা দেশেই দুর্বৃত্তদের সন্ত্রাসী তাণ্ডব চলছে। অপহরণ, হত্যা, গুম, চাঁদাবাজী ও দখলদারী অবাধে চলছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের কোনই নিয়ন্ত্রণ নেই। এভাবে কোন দেশ চলতে পারে না।

উল্লেখ্য যে, সরদার আলাউদ্দিন মিঠুর পিতা দামোদর ইউপি চেয়ারম্যান সরদার আবুল কাসেম ১৯৯৮ সালে এবং তার বড় ভাই ঐ একই ইউপি চেয়ারম্যান সরদার আবু সাঈদ বাদল ২০১০ সালে একইভাবে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

খুলনার বিএনপি নেতা সরদার আলাউদ্দিন ও তার দেহরক্ষী নওশের গাজী দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এ হত্যাকান্ডের সাথে জড়িত দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।”