৮ জানুয়ারি ২০১৭, রবিবার, ১২:০৫

অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার প্রতিবাদ

লিটন হত্যার সাথে জামায়াতের গ্রেফতারকৃত ব্যক্তিদের কোন সম্পর্ক নেই

গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগের দলীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত থাকার সন্দেহে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ পূর্ব সাংগঠনিক থানা জামায়াতের আমীর জনাব মোঃ সাইফুল ইসলাম মন্ডল এবং লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন জামায়াতের সভাপতি শামসুল আলমকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ৮ জানুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগের দলীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার সাথে জামায়াতের গ্রেফতারকৃত ব্যক্তিদের কোন সম্পর্ক নেই। তাদের রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই গ্রেফতার করা হয়েছে। তারা সম্পূর্ণ নির্দোষ।

মোঃ মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার হীন উদ্দেশ্যেই সুন্দরগঞ্জ পূর্ব সাংগঠনিক থানা জামায়াতের আমীর জনাব মোঃ সাইফুল ইসলাম মন্ডলকে এবং লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন জামায়াতের সভাপতি শামসুল আলমকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তারা অবশ্যই নির্দোষ প্রমাণিত হবে ইনশআল্লাহ।

সুন্দরগঞ্জ পূর্ব সাংগঠনিক থানা জামায়াতের আমীর জনাব মোঃ সাইফুল ইসলাম মন্ডলসহ জামায়াত ও ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”