২৫ এপ্রিল ২০১৭, মঙ্গলবার, ১:২২

পাহাড়ী ঢল ও ক্রমাগত ভারী বর্ষণের ফলে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ

দুর্গতলোকদের জন্য সরকার এ পর্যন্ত যে সাহায্য দেয়ার কথা ঘোষণা করেছে তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ক্রমাগত ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়ীয়া ও সিলেট জেলায় ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২৫ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ক্রমাগত ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়ীয়া ও সিলেট জেলায় ধানসহ বিভিন্ন ফসল পানিতে ডুবে যাওয়ায় এবং গবাদী পশু, মাছ ও হাঁস মারা যাওয়ায় কৃষকগণ একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে দুর্গত এলাকা ঘোষণা করে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য জরুরী ভিত্তিতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠানো প্রয়োজন।

বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে যে, বাঁধ ভেংগে ১৪২টি হাওরের সব কয়টি পানিতে তলিয়ে ধানসহ বিভিন্ন ফসল এবং গবাদি পশু, মাছ ও হাঁস ব্যাপকভাবে মারা গিয়েছে। দেড় হাজার কিলোমিটার বাঁধ ভেংগে গিয়েছে। পানিতে তলিয়ে গিয়েছে দেড় লক্ষ হেক্টর জমির বোরো ধান। দুর্গত এলাকার কৃষকগণ সর্বস্বান্ত হয়ে গিয়েছে। ফসল হারা কৃষকদের বেঁচে থাকার মত কোন অবলম্বন নেই। উল্লেখ্য যে, ঐসব দুর্গত কৃষকদের আয়ের একমাত্র উৎস ধান। ধান বিক্রয় করেই তাদের জীবন নির্বাহ করতে হয়। ফসল হারা কৃষকগণ এখন দিশেহারা। দুর্গত কৃষকদের জন্য জরুরী ভিত্তিতে খাদ্য, বস্ত্র, বিশুদ্ধ পানীয়, ঔষধ, পথ্য ও চিকিৎসা সামগ্রী এবং কৃষকদের জন্য নগদ টাকা, বিনা সুদে কৃষি ঋণ দেয়া প্রয়োজন। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে দুর্গত এলাকা ঘোষণা করে জরুরী ভিত্তিতে সাহায্য সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়ানোর মূল দায়িত্ব সরকারের। দুর্গতলোকদের জন্য সরকার এ পর্যন্ত যে সাহায্য দেয়ার কথা ঘোষণা করেছে তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল।

তাই বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত জেলাগুলোকে দুর্গত এলাকা ঘোষণা করে জরুরী ভিত্তিতে চাল, ডাল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, নগদ টাকা, ঔষধপথ্যসহ চিকিৎসক দল পাঠানো এবং বিনা সুদে পর্যাপ্ত পরিমাণ কৃষি ঋণ বরাদ্দ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে সাহায্য নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি সকল স্বেচ্ছাসেবী সংগঠন, সংস্থা, দানশীল ব্যক্তিবর্গ ও বিশেষ করে জামায়াতে ইসলামীর দুর্গত এলাকার নেতা-কর্মী এবং শুভাকাঙ্ক্ষীগণের প্রতি আহ্বান জানাচ্ছি।”