১৮ এপ্রিল ২০১৭, মঙ্গলবার, ৭:৪৭

মাইকে আযান দেয়া নিয়ে ভারতের গায়ক সনু নিগমের অযৌক্তিক বক্তব্যের তীব্র প্রতিবাদ

সনু নিগম জাতিসংঘ কর্তৃক স্বীকৃত মুসলমান জনগণের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করে জাতিসংঘ সনদ লংঘন করেছেন

ভারতের গায়ক সনু নিগম মাইকে আযান দেয়ার বিরুদ্ধে যে অন্যায় অযৌক্তিক বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান্ আযাদ আজ ১৮ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ভারতের গায়ক সনু নিগম মাইকে আযান দেয়ার বিরুদ্ধে কটাক্ষ করে বক্তব্য দিয়ে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত মুসলমান জনগণের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করে জাতিসংঘ সনদ লংঘন করেছেন।  

তিনি মাইকে আযানের বিরুদ্ধে কটাক্ষপূর্ণ বক্তব্য দিয়ে সারা বিশ্বের মুসলমান জনগণের ঈমান-আক্বিদার উপর আঘাত দিয়েছেন। তিনি এ অন্যায় বক্তব্য দিয়ে ভারতের সংবিধানও লংঘন করেছেন। ভারতের সংবিধানেও সকল ধর্মের মানুষের ধর্ম পালনের অধিকার রয়েছে। দেশবাসী বেদনার সাথে লক্ষ্য করছে যে, বাংলাদেশের বর্তমান সরকারের দলের সাংস্কৃতিক ব্যক্তিরা ভারতীয় ঐ ধরনের ধর্ম বিদ্বেষী নাস্তিক শিল্পীদের ভাড়া করে বাংলাদেশে এনে অসাম্প্রদায়িকতার নামে মূলতঃ তারা সাম্প্রদায়িকতার বীজ বপন করছে। এ জাতীয় অপতৎপরতা বন্ধ করতে হবে।

গায়ক সনু নিগমের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”