৩ এপ্রিল ২০১৭, সোমবার, ৬:০৩

আমীরে জামায়াতের শোকবাণী

সাবেক জাতীয় সংসদ সদস্য মাওলানা নাসির উদ্দিন জিহাদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ

নওগাঁ-৪ (মান্দা) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মাওলানা নাসির উদ্দিন জিহাদী ৭৫ বছর বয়সে আজ ৩ এপ্রিল ভোরে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ......... রাজিউন)। উল্লেখ্য যে, তিনি ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি স্ত্রী, ১ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৩ এপ্রিল বাদ আসর মান্দার পারইল ফেরিঘাট কয়েরপাড়া প্রাইমারী স্কুল মাঠে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী
নওগাঁ-৪ (মান্দা) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মাওলানা নাসির উদ্দিন জিহাদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ০৩ এপ্রিল ২০১৭ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মরহুম জাতীয় সংসদ সদস্য হিসেবে এলাকায় বহু উন্নয়নমূলক কাজ করেছেন । তিনি সব সময় গরীব-দুঃখী মানুষের কল্যাণের জন্য কাজ করে গিয়েছেন। একজন সহজ-সরল ও নিরীহ-ভদ্র প্রকৃতির মানুষ হিসেবে তিনি সুপরিচিত ছিলেন।

তিনি মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের কাছে দোয়া করেন এবং মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তায়ালা তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।