১ এপ্রিল ২০১৭, শনিবার, ৮:৫৫

জনাব আনোয়ারুল ইসলামকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সরকার অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার অসৎ উদ্দেশ্যেই জামায়াতের মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের গ্রেফতার করে রাজনৈতিকভাবে হয়রানী করছে

দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব আনোয়ারুল ইসলামকে আজ ১লা এপ্রিল বিকেলে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ১লা এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য ধারাবাহিকভাবে যে ষড়যন্ত্র করছে তার অংশ হিসেবেই দিনাজপুর জেলা জামায়াতের আমীর জনাব আনোয়ারুল ইসলামকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তিনি সম্পূর্ণ নির্দোষ।

কর্তৃত্ববাদী সরকার অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার অসৎ উদ্দেশ্যেই জামায়াতে ইসলামীর মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের গ্রেফতার করে তাদের রাজনৈতিকভাবে হয়রানী করছে। জনগণ থেকে বিচ্ছিন্ন সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা চালাচ্ছে। কোন সরকারই জনগণের উপর দু:শাসন চালিয়ে বেশী দিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। বর্তমান সরকারও শক্তির জোরে বেশী দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সরকারের জুলুম-নির্যাতন ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব আনোয়ারুল ইসলামসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”