1 January 2016, Fri

রাজনৈতিক প্রতিহিংসার শিকার শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ

আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বাংলাদেশের ইসলামী জনগণের প্রাণপ্রিয় নেতা। তিনি দেশে ইসলামী সমাজ প্রবর্তন এবং গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে সুপরিচিত, স্মরণীয় ও বরণীয় ব্যক্তিত্ব। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভুমিকা, জোট ভিত্তিক রাজনীতির প্রবর্তন এবং রাজনৈতিক লিয়াজো প্রতিষ্ঠায় ঐতিহাসিক অবদান রাখার জন্য তিনি সুপরিচিত। জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা ও গণমুখী সংগঠন হিসেবে এর গ্রহণযোগ্যতা সৃষ্টির পেছনে শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সততা, নিষ্ঠা, কর্মোদ্দীপনা ও দেশপ্রেমের এক অনুপম দৃষ্টান্ত। তার গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে¡ সমাজকল্যাণ মন্ত্রনালয় ২০০১-২০০৬ মেয়াদে আলোচিত-প্রশংসিত ও সফল মন্ত্রনালয়ে পরিণত হয়। সেই সময়ে দেশ যখন ৫ বার দুর্নীতিতে শীর্ষ স্থানীয় আখ্যা পায় তখন তিনি ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম।তিনি ছিলেন শতভাগ দুর্নীতিমুক্ত মানুষ। নিতান্ত সহজ-সরল এবং সাধাসিধে জীবন যাপনের অধিকারী এই মানুষটি ইসলামী আন্দোলনকে গণ মানুষের সংগঠনে পরিণত করতে নিরলসভাবে কাজ করে গেছেন।

সম্পূর্ণ বুকলেট টি ডাউনলোড করতে লিঙ্কে যানঃ কভার  পেজ ১_২  পেজ ৩_৪  পেজ ৫_৬  পেজ ৭_৮  পেজ ৯_১০  পেজ ১১_১২  পেজ ১৩_১৪  পেজ ১৫_১৬  পেজ ১৭_১৮  পেজ ১৯_২০  পেজ ২১_২২  পেজ ২৩_২৪  পেজ ২৫_২৬  পেজ ২৭_২৮  পেজ ২৯_৩০  পেজ ৩১_৩২