আরও

১৬ আগস্ট ২০১৪, শনিবার

ফিলিস্তিনের গাজায় ইসরাইলীদের বর্বর হামলার প্রতিবাদে সারাদেশে জামায়াতের কালো পতাকা মিছিল

ফিলিস্তিনের গাজায় ইসরাইলীদের বর্বর হামলার প্রতিবাদে ২০ দলীয় জোটের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ১৬ আগস্ট সারা দেশে কালো পতাকা মিছিল সফল করায় ২০ দলীয় জোটের সকল নেতা-কর্মী এবং দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ১৬ আগস্ট নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-

“ফিলিস্তিনের গাজায় ইসরাইলীদের বর্বর হামলার প্রতিবাদে ২০ দলীয় জোটের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ১৬ আগস্ট সারা দেশে কালো পতাকা মিছিল সফল করায় আমি ২০ দলীয় জোটের সকল নেতা-কর্মী এবং দেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের জনগণ কালো পতাকা মিছিল সফল করে ইসরাইলীদের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানিয়েছে। ফিলিস্তিনের জনগণ স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে যুদ্ধ করছে বাংলাদেশের জনগণ তার প্রতি একাত্মতা ও সংহতি প্রকাশ করেছে।

ফিলিস্তিনে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করে স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থা ও শান্তিকামী রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি।”