১ জানুয়ারি ২০১৭, রবিবার

জেলা/মহানগরী মহিলা বিভাগ

১। জেলা/মহানগরী মহিলা বিভাগের কাজের ব্যাপারে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করিবার জন্য জেলা/মহানগরীতে একটি মহিলা মজলিসে শূরা থাকিবে।
২। জেলা/মহানগরী আমীর মজলিসে শূরার সহিত পরামর্শ করিয়া মহিলা মজলিসে শূরার আসন সংখ্যা ও এলাকা নির্ধারণ করিবেন।
৩। জেলা/মহানগরীর অন্তর্ভুক্ত মহিলা সদস্যগণের (রুকনগণের) ভোটে জেলা/মহানগরী মহিলা মজলিসে শূরার সদস্যগণ দুই বৎসরের জন্য নির্বাচিত হইবে।
৪। জেলা/মহানগরী আমীর জেলা/মহানগরী মজলিসে শূরার সহিত পরামর্শ করিয়া জেলা/মহানগরী মহিলা শূরার সদস্য মনোনীত করিতে পারিবেন যাহাদের সংখ্যা জেলা/মহানগরী মহিলা মজলিসে শূরার নির্বাচিত সদস্যগণের এক-পঞ্চমাংশের অধিক হইবে না।
৫। জেলা/মহানগরী মহিলা কর্মপরিষদ সদস্যগণের কেউ জেলা/মহানগরী মহিলা মজলিসে শূরার সদস্য না হইলে তিনি পদাধিকারবলে জেলা/মহানগরী মহিলা মজলিসে শূরার সদস্য হইবেন।
৬। জেলা/মহানগরী মহিলা মজলিসে শূরার সদস্যগণ জেলা/মহানগরী আমীর বা তাঁহার প্রতিনিধির সম্মুখে শপথ গ্রহণ করিবেন।
৭। জেলা/মহানগরী আমীর জেলা/মহানগরী মজলিসে শূরার সহিত পরামর্শ করিয়া একজনকে সেক্রেটারী, মহিলা বিভাগ নির্বাচিত করিবেন।
৮। সেক্রেটারী মহিলা বিভাগ, মহিলা মজলিসে শূরার সদস্যগণের উপস্থিতিতে জেলা/মহানগরী আমীর বা তাঁহার প্রতিনিধির সম্মুখে শপথ গ্রহণ করিবেন।
৯। মহিলা মজলিসে শূরার সাধারণ অধিবেশন বৎসরে অন্তত একটি হইতে হইবে।
১০। জেলা/মহানগরী আমীরের সম্মতিক্রমে সেক্রেটারী মহিলা বিভাগ, মহিলা মজলিসে শূরার অধিবেশন আহ্বান করিবেন।
১১। মহিলা মজলিসে শূরার সদস্য সংখ্যার এক-তৃতীয়াংশের উপস্থিতিতে অধিবেশনের কোরাম হইবে।
১২। সেক্রেটারী মহিলা বিভাগ, মহিলা মজলিসে শূরার অধিবেশনে সভানেত্রীত্ব করিবেন।
১৩। মহিলা মজলিসে শূরায় গৃহীত সিদ্ধান্ত ও সুপারিশসমূহ জেলা/মহানগরী আমীরের নিকট পেশ করিবেন।
১৪। মহিলা মজলিসে শূরার কোন আসন শূন্য হইলে ২ মাসের মধ্যে উহা পূরণ করিবেন।
১৫। জেলা/মহানগরী মহিলা মজলিসে শূরায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য জেলা/মহানগরী মহিলা মজলিসে শূরার প্রত্যেক নির্বাচনের পর মজলিসে শূরার সদস্যগণ জেলা/মহানগরী মহিলা কর্মপরিষদ নির্বাচন করিবেন।
১৬। জেলা/মহানগরী মহিলা কর্মপরিষদের সদস্যগণ জেলা/মহানগরী আমীর বা তাঁহার প্রতিনিধির সম্মুখে শপথ গ্রহণ করিবেন।
১৭। সেক্রেটারী মহিলা বিভাগ যখনই প্রয়োজন বোধ করিবেন জেলা/মহানগরী মহিলা কর্মপরিষদের বৈঠক আহ্বান করিবেন।
১৮। জেলা/মহানগরী মহিলা কর্মপরিষদ সদস্যগণের এক-তৃতীয়াংশের উপস্থিতিতে বৈঠকের কোরাম হইবে।
১৯। সেক্রেটারী মহিলা বিভাগ, জেলা/মহানগরী মহিলা কর্মপরিষদ বৈঠকে সভানেত্রীত্ব করিবেন।