১৮ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার

আমীরে জামায়াতের শোকবাণী

সাবেক কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাস্টার আবদুল ওয়ারেছের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য ও লালমনিরহাট জেলার সাবেক নায়েবে আমীর মাস্টার আবদুল ওয়ারেছ ৬৯ বছর বয়সে গত ১৫ ফেব্রুয়ারী দুপুর ২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের ব্যাঙ্গালুর নারায়না হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি......... রাজীঊন)। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৫ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। তাকে ১৮ ফেব্রুয়ারী বাদ আসর কালিগঞ্জ উপজেলার হারিশ্বর গ্রামে নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য ও লালমনিরহাট জেলার সাবেক নায়েবে আমীর মাস্টার আবদুল ওয়ারেছের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ১৮ ফেব্রুয়ারী ২০১৭ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মরহুম আল্লাহর এ জমিনে তাঁর দ্বীন প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করে গিয়েছেন। মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।