৬ জানুয়ারি ২০১৭, শুক্রবার

স্থানীয় সরকার ও ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং পল্লী উন্নয়ন

১. সরকারের বর্তমান কাঠামো, বিশেষ করে রাজধানী কেন্দ্রীক শাসন ব্যবস্থা পরিবর্তন করে প্রশাসনকে ব্যাপকভাবে বিকেন্দ্রীকরণ করা হবে।
২. সংবিধানের নির্দেশনা অনুযায়ী শক্তিশালী স্থানীয় সরকার হিসেবে উপজেলা ও ইউনিয়ন পরিষদ গঠন করা হবে।
৩. উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন ও ব্যবস্থাপনা স্থানীয় সরকার পরিষদের ওপর ন্যাস্ত করা হবে।
৪. গ্রামের জনগণের কথা বিবেচনা করে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধন, জনগণের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, চিত্তবিনোদন এবং বেকার ও অর্ধবেকার যুবশক্তিকে উন্নয়ন কর্মকান্ডের আওতায় আনা হবে এবং সরকারী আনুকূল্যে পল্লী গৃহনির্মাণ প্রকল্প চালু ও সুদবিহীন গৃহনির্মাণ-ঋণের ব্যবস্থা করা হবে।
৫. পল্লী উন্নয়ন প্রতিষ্ঠানগুলোকে জোরদার ও সমৃদ্ধ করা হবে।